প্রতিবেদক ::
রাজধানীর মালিবাগে বাস চাপায় দুই নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। প্রতিবাদে ব্যাপক ভাংচুর চালিয়েছে গার্মেন্টস কর্মীরা। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওই দুই নারী সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন।
রামপুরা থানার ওসি এনামুল হক জানান, বেলা আড়াইটার দিকে ওই দুই নারী সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন। দুই শ্রমিককে চাপা দেওয়া বাসটি জব্দ এবং তার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুর্ঘটনায় তাদের মৃত্যুর খবর শুনে তাদের এবং আশপাশের কয়েকটি গার্মেন্টের কয়েকশ কর্মী রাস্তায় নেমে মালিবাগ থেকে রামপুরা অভিমুখী সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় কয়েক কিলোমিটার জুড়ে সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারী শ্রমিকরা।