ডেস্ক প্রতিবেদক ::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বুধবার জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ইউএনবির
এর আগে মঙ্গলবার রাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ জানান, এ ব্যাপারে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ (সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান) নেওয়ার জন্য স্পিকারের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে।
ঐতিহ্যগতভাবে, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়ে থাকেন।
তবে, সংবিধানের ১৪৮ (২ক) অনুসারে, গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে তিনদিনের মধ্যে শপথ নিতে হবে। অন্যথায় তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে।