ফরিদপুর সংবাদদাতা ::
জেলার বোয়ালমারী উপজেলার বাইখীরের বনচাকী মোড় এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে বোয়ালমারীর চতুল ইউনিয়নের বনচাকী এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইখীরের বনচাকী মোড় এলাকায় বোয়ালমারীগামী একটি মোটরসাইকেলকে বিপরিতমুখী ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী একটি লোকাল বাস চাপা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী হতাহত হন। দুর্ঘটনায় নিহত হন বাইখীর গ্রামের মৃত সোহরাব মোল্লার ছেলে আকু মোল্লা (৪০) ও তাঁর ভাতিজা বাইখীর বনচাকী সিনিয়র দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী সোহেল মোল্লা (১৫)।
আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী সোহেলের বাবা ও আকুর ভাই মুদি ব্যবসায়ী কাশেম মোল্লা (৫৫)। তাঁকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে তিনি সেখানে মারা যান।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শান্তনু ভট্টাচার্য্য জানান, আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে আকুকে সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করা হয়। কিছুক্ষণ পর মারা যায় সোহেল। তিনি বলেন, গুরুতর আহত কাশেমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম জানান, পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। আমরা এখন লাশ তিনটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাব। এরপর একটি নিয়মিত মামলা নেওয়া হবে পরিবারের সম্মতিতে।