প্রতিবেদক ::
একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ আজ জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ করেছেন ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর-চরভদ্রাসন) স্বতন্ত্র থেকে বিজয়ী প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।
স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের বিধিমালা অনুযায়ী প্রথমে নিজে শপথ গ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এরপর স্পিকার জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এরপর পৃথক অনুষ্ঠানে জাতীয় পার্টি, বাংলাদেশ ওয়াকার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি (মঞ্জু) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে সকলে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এদিকে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন এমপি বলেন, আমার (তার) প্রথম এবং প্রধান কাজ নির্বাচনী এলাকা ফরিদপুর-৪ কে মাদক মুক্ত করা। এটাই হচ্ছে একজন সংসদ সদস্য হিসাবে আমার নির্বাচনী এলাকার জনগণের কাছে প্রথম অঙ্গিকার।
উল্লেখ্য বাংলাদেশ নির্বাচন কমিশন গত মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের ২৯৮টি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা সম্বলিত গেজেট নোটিফিকেশন প্রকাশ করে। জাতীয় সংসদের মোট ৩শ’আসনের মধ্যে ২৯৯টি আসনে গত রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।