• মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:০০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

Reporter Name / ১০৪৬ Time View
Update : শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯

সিরাজগঞ্জ সংবাদদাতা ::

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ট্রাক ও পিকআপভ্যানের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল হামিদ।

নিহতরা হলেন টাঙ্গাইল জেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী (৬০) ও তাঁর ছেলে মঞ্জু হোসেন (২৮) এবং পিকআপ চালক একই জেলার সন্তোষ গ্রামের টিটু হোসেনের ছেলে রাজু হোসেন (২৭)।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ বলেন, উত্তরাঞ্চল থেকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ট্রাকটি কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। পিকআপভ্যানের মধ্যে আটকে পড়ে চালক ও তাঁর সহকারীসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে নিহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ