• বুধবার, ৩১ মে ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ন

সমৃদ্ধ দেশ গড়তে গণমাধ্যমের সহযোগিতা চাই: ড. হাছান মাহমুদ

Reporter Name / ৭৭৪ Time View
Update : মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯

প্রতিবেদক ::

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর নিজ দপ্তরে আলাপকালে তিনি সমৃদ্ধ দেশ গড়তে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার দুপুরে তথ্যমন্ত্রী এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‌উন্নত সমৃদ্ধ দেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। যে ভিশন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন করবো। এজন্য গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা গণমাধ্যমের সহযোগিতা চাই।

হাছান মাহমুদ আরো বলেন, টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে শেখ হাসিনা সময়েই। আমরা জানি, অনেক ভুয়া অনলাইন কিছু উল্টা-পাল্টা তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে। অনেকের চরিত্র হননের চেষ্টা করছে তারা। আমরা আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা নিয়ে এগুলো মোকাবিলা করবো।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দিন বদল হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এক সময় বাংলাদেশের নাম লেখা হতো অন্যতম দরিদ্র দেশ হিসেবে। আজ সেই সুযোগ আর নেই। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ