• শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ১১:০২ পূর্বাহ্ন

সরকারের উন্নয়ন অব্যাহত থাকবে : দিপু মনি

Reporter Name / ৯২৭ Time View
Update : মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯

প্রতিবেদক ::

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, গত ১০ বছর সরকার যে উন্নয়ন করেছে তা অব্যাহত থাকবে। এই ধারা অব্যাহত রাখতে যা যা করা প্রয়োজন তা-ই করা হবে।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এক্ষেত্রে আমার মন্ত্রণালয়ের সহকর্মী এবং গণমাধ্যমকর্মীদের সহায়তা খুবই প্রয়োজন হবে। আজ আর বেশি কিছু বলবো না। কাজ বুঝে নিতে আমাদের ৩-৪ দিন সময় দিন।

দিপু মনি বলেন, প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন তা পালনে যথাসাধ্য চেষ্টা করব। সবার সহযোগিতা নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে এই সেক্টরের উন্নয়নে কাজ করব। যেখানে শেখ হাসিনার মতো দক্ষ, অভিজ্ঞ, সাহসী প্রধানমন্ত্রী আছেন সেখানে ভয়ের কিছু নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ