• শনিবার, ১৮ মার্চ ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

Reporter Name / ৮০৩ Time View
Update : বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯

প্রতিবেদক ::

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের আশুগঞ্জে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

জানা গেছে, কেন্দ্রগুলো হলো- যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।

আজ বুধবার সকাল ৮টা থেকে এসব কেন্দ্রে এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই তিন কেন্দ্রে ২০টি বুথে ভোটগ্রহণ চলছে। এ তিনটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৫৭৪ বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় ওইদিন এ আসনের চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ