সোনিয়া খান লিসা। শোবিজের নতুন মুখ। মডেলিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যেই সাহসী কিছু ফটোশুট করে এসেছেন আলোচনাতেও। তার কিছু ছবি ফেসবুকে হটাত ভাইরালও হয়েছে। ফেসবুকে পোস্ট করা তার খোলামেলা ছবিগুলো নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে দেশ লিসা গণমাধ্যেকে বলেন, আমি আন্তর্জাতিক মানের একজন মডেল হতে চাই। এ কারণে আন্তর্জাতিক মানের মডেলদের কাজগুলোকেই ফলো করি। সেভাবেই নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি। এটাকে অনেকে সাহসী পদক্ষেপ মনে করে। আবার কেউ কেউ সমালোচনাও করে। তবে আমি আমার লক্ষ্যে অবিচল থাকতে চাই।
নেতিবাচক সমালোচনা সম্পর্কে তিনি বলেন, নেগেটিভ আর পজিটিভ নিয়ে সব তবে সমালোচনা না থাকলে নিজেকে ভালো ভাবে উপস্থাপন করা যায় না কারণ নিন্দুকেরা নিন্দা করলে কখনো নিজেকে ভালো করা যায় না। আমার সম্পর্কে যত খারাপ মন্তব্য করবে তত খুশি।
উল্লেখ্য মডেলিংয়ের পাশাপাশি বেশকিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন লিসা। এ ছাড়া সিনেমার আইটেম গানেও শিগগিরই হাজির হবেন তিনি।