• মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১০:৫১ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনের তফসিল ১৭ ফেব্রুয়ারি

Reporter Name / ৮৩১ Time View
Update : সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯

ডেস্ক প্রতিবেদক ::

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।’

আজ সোমবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে ৪২তম কমিশন বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন ।

ইসি সচিব বলেন, ‘সংরক্ষিত নারী আসনের এমপিদের (সংসদ সদস্য) ভোটের জন্য রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হবে। দলগুলো অন্য কোনো রাজনৈতিক দল না জোটের সঙ্গে নির্বাচন করবে- তা জানানোর জন্য বলা হবে। স্বতন্ত্র এমপিরা কীভাবে নির্বাচন করবেন তাও জানাতে বলা হবে। এককভাবে থাকবেন না জোটগতভাবে নির্বাচন করবেন তা ইসিকে ৩০ জানুয়ারি মধ্যে অবহিত করতে হবে।

হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ‘এ নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়ন করা হবে। ১৭ ফেব্রুয়ারি ৫০টি সংরক্ষিত আসনের তফসিল ঘোষণা করা হবে।’

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন ২০০৪ অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচনের জন্য কমিশন দল ও জোটওয়ারি তালিকা তৈরি করবে এবং ভোটার তালিকা ইসিতে টানিয়ে দেবে। সংসদ সদস্যরা এই নির্বাচনে ভোটার। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ