ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান মোল্লাকে পিস্তল ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে ভাঙ্গা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম জানান, থানা পুলিশ ভাঙ্গা বাজারে অভিযান চালিয়ে লুৎফর রহমান মোল্লাকে গ্রেপ্তার করে।
এ সময় তার তার ব্যবহৃত গাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ২০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার লুৎফর উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত গিয়াস মুহুরির ছেলে।
তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক মামলা রয়েছে বলে জানান ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান।