ভাঙ্গা সংবাদদাতাঃ
ফরিদপুরের ভাঙ্গায় সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলায় সরকারি বিধি মোতাবেক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল বুধবার সকালে ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারের পাশে গড়ে উঠা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফছানা কাওছার।
সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিকদের জানান, শরীফাবাদ বাজারের পাশে বিভিরকান্দা গ্রামের আব্দুস সালাম নামে জনৈক ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের জমিতে একটি অবৈধভাবে স্থাপনা গড়ে তোলে। ঘটনার সত্যতা যাচাই করার পরে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনাটি উচ্ছেদ করা হয়।
তিনি আরও বলেন, সরকারি জমিতে যে কোন ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠলে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।