• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৪২ অপরাহ্ন

পাকিস্তান সেনাবাহিনীর থেকে এক ধাপ এগিয়ে ভারত

Reporter Name / ১৪২৩ Time View
Update : শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯

ডেস্ক প্রতিবেদক ::

পাকিস্তানের সেনাবাহিনীর থেকে সব সময়ই এক ধাপ এগিয়ে ভারতের সেনাবাহিনী। বৃহস্পতিবার এমন দাবি করেছেন ভারতীয় সেনার উত্তরাঞ্চলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং।
খবর টাইমস অব ইন্ডিয়ার।

রণবীর সিং বলেন, সীমান্তের ওপার থেকে যে কোনও রকম হামলার যোগ্য জবাব সব সময়ই দেওয়া হয়।

সিং-য়ের দাবি, গত কয়েক দিনে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার হাতে মৃত্যু হয়েছে পাঁচ পাকিস্তানি জওয়ানের এবং আহত হয়েছেন আরও কয়েকজন। ভারতে চোরাগোপ্তা হামলা চালাতে গিয়ে সম্প্রতি পাক সেনাবাহিনী ও সন্ত্রাসবাদীরা বড় ক্ষতির মুখে পড়েছে।

তিনি আরো বলেন, ২০১৮ ভারতীয় সেনার কাছে উল্লেখযোগ্য। গত বছর ২৫০-এর বেশি সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে, ৫৪ জনকে জীবন্ত ধরা হয়েছে এবং চারজন আত্মসমর্পণ করেছে।

তবে রণবীর সিংয়ের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ