• শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ০৪:৪৭ অপরাহ্ন

হলি আর্টিজানে হামলা: রিপন ৫ দিনের রিমান্ডে

Reporter Name / ১৪৩৫ Time View
Update : রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

প্রতিবেদক ::

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী মামুনুর রশদি ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক প্রণব বড়ুয়া এ আদেশ দিয়েছেন। এ দিন মামলার তদন্ত কর্মকর্তা কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গতকাল শনিবার দিবাগত রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে জেএমবি সদস্য ও হলি আর্টিজান হামলা মামলার আসামি মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল ওরফে রেজাউল করিম ওরফে আবু মুজাহিরকে আটক করেছে র‌্যাব।

এ সময় তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। আটক রিপনের কাছ থেকে জানা যায়, দেশে আবারো জঙ্গি সদস্যদের ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল জেএমবি।

আজ রবিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আটক রিপনের বিষয়ে নানা তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ