ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত পরিবহণের চাপায় এক মোটর সাইকেল (ঢাকা মেট্র-ল-৩৯-২২০২) আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। তার অবস্থা আশংকাজনক।
আজ সোমবার দুপুর সারে ১২টার দিকে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পুলিয়া নামক স্থানে মাদারীপুর থেকে ঢাকাগামী দুই যুবক বহনকারী একটি মোটর সাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত পরিবহণ চাপা দিলে ঘটনা স্থলেই রবিন (৩০) নামে এক আরোহী নিহত এবং সঙ্গে থাকা অপর যাত্রী সাব্বির হাওলাদার (২৮) মারাত্মকভাবে আহত হয়। সম্পর্কে তারা মামা-ভাগ্নে বলে জানা গেছে।
নিহতের খালাত ভাই মামুন হাওলাদার জানান, স্বপরিবারে মাদারীপুরে বেড়াতে এসে মস্তাফাপুর বাসস্ট্যান্ড থেকে পরিবারের সদস্যদের বাসে তুলে মামা ভাগ্নে ঢাকায় ফকিরাপুল নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পরে মোটরসাইকেল যোগে মামা ভাগ্নে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, মাদারীপুর থেকে এক আত্মীয়ের বাড়ি থেকে বেড়াতে এসে মোটরসাইকেল করে ঢাকা যাওয়ার পথে হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসে বলে তিনি জানান।