প্রতিবেদক ::
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সেমিনার কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরী।
সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আমিনুল ইসলাম, এএসপি মোঃ রবিউল ইসলাম, ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান, ভাঙ্গা উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার মিত্র, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অনাদি রন্জন মজুমদার, ইনেসটেক্টর অনিতা মজুমদার, কৃষি অফিসার মোল্লা আল মামুন, মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী, যুব উন্নয়ন অফিসার মজাফফর হোসেন, সহকারী শিক্ষা অফিসার নিখিল চন্দ্র, ইউপি চেয়ারম্যান গিয়াস হাওলাদার, পরিমল দাসসহ অন্যান্যরা। এতে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন।