ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের ২০১৯ সালের নবাগত কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার বিকেলে সরকারি পাইলট হাই স্কুল সড়কে অবস্থিত উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে (অস্থায়ী) সদস্যদের উপস্থিতিতে এজিএম এর কণ্ঠভোটে এই কমিটি গঠন করা হয়।
মুভিবাংলা টেলিভিশনের ভাঙ্গা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদকে সভাপতি, দৈনিক ইনকিলাবের ভাঙ্গা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক ওবাআয়দুল আলম সম্রাটকে সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ সময় ও সাপ্তাহিক ভাঙ্গার খবর পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান তুষারকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি-সাধারণ সম্পাদক ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ও এশিয়ান টিভির প্রতিনিধি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুভিবাংলা টেলিভিশনের প্রশাসনিক কর্মকর্তা এম মাহমুদ লিপন, দৈনিক আলামিনের জেলা সংবাদদাতা এম এ আজিজ। (বিস্তারিত আসছে)———