জুনায়েদ বিন অনিক::
“ভাঙ্গা উপজেলা প্রেসক্লাব ভাঙ্গায় কর্মরত পেশাদার সাংবাদিকদের মেধাশ্রমের ফসল”। সেই ধারাবাহিকতায় ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ভাঙ্গা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের সাথে নবাগত কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ।
গতকাল রোববার রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের অফিস কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভাঙ্গা উওজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ,সাধারণ সম্পাদক ওবায়দুল আলম সম্রাট ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তুষার নবাগত কমিটির নেতৃত্ব দেন।
এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান পারভেজ, আওয়ামীলীগ নেতা কামাল মিয়া, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মুভিবাংলা টেলিভিশনের এডমিন এম মাহমুদ লিপন, ভাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম, চৌধুরী ওয়াহিদুজ্জামান, যুগ্ম সম্পাদক আকরামুজ্জামান মিঠু, অর্থ সম্পাদক মাসুম অর রশিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফিরোজ খান, মহিলা সম্পাদক মেরিনা পারভিন, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মহসিন, জাকির হোসেনসহ নবাগত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এরআগে ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ফুল দিয়ে নবাগত কমিটির সদস্যদের ফুল দিয়ে এবং কমিটির পক্ষ থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তুষার ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টাকে ফুল দিয়ে স্বাগত জানান।