• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৩:৩৬ অপরাহ্ন

স্পিকার ড. শিরীন শারমিন, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

Reporter Name / ৬৩৫৪ Time View
Update : বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

প্রতিবেদক ::

টানার তৃতীয়বারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি।

এছাড়া সরকার দলীয় চিফ হুইপ নিযুক্ত হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী)। ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

এর আগে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে মনোনীত করা হয়।

আজ বিকাল ৩টায় সংসদ অধিবেশনের শুরুতে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের।

পরে সেই প্রস্তাবে সমর্থন করেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। প্রস্তাবটি কণ্ঠভোটে দেন সংসদে স্পিকারের আসনে থাকা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। এরপর সংসদ সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রম নির্বাচিত হন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে সংসদের অধিবেশন বিশ মিনিটের জন্য মুলতবি রাখা হয়।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে পৈত্রিক এলাকা নোয়াখালীর চাটখিল আসনে সরাসরি অংশ নিতে চাইলেও আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। এরপর সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদে যেতে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনি।

ওই সময় শেখ হাসিনা রংপুর-৬ (পীরগঞ্জ) আসনটি ছেড়ে দিয়ে সেখানে উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী করেন শিরীন শারমিনকে। উপনির্বাচনে আর কেউ প্রার্থী না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শিরীন শারমিন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকেই নির্বাচিত হন শিরীন শারমিন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও এই পদে রাখার বিষয়ে রংপুরে নির্বাচনী জনসভায় ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পেশায় আইনজীবী শিরীন শারমিনের জন্ম ১৯৬৬ সালে ৬ অক্টোবর ঢাকায়। তার বাবা রফিকউল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব; মা অধ্যাপক নাইয়ার সুলতানা বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ছিলেন।

একাদশ জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হয়েছেন, শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান আতিক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহীম ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ও খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ