সংবাদদাতা ::
সারা দেশের ন্যায় ২৭ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে ফরিদপুরের ভাঙ্গায়। এই উপলক্ষে শুক্রবার বিকেলে থানা চত্বরে ওপেন হাউজ ডে’র আয়োজন করে ভাঙ্গা থানা পুলিশ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান মিরন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সি, ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওবায়দুল আলম সম্রাট, প্রফেসর মিজানুর রহমান, ভাঙ্গার কণ্ঠের সম্পাদক মুজিবর মুনশী, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ। এসময় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও দূর্ণীতির বিরুদ্ধে প্রতিরোধ তুলে ধরার আহ্বান জানান বক্তারা। এছাড়া পুলিশী আইনি সহযোগিতায় আন্তরিকতা বৃদ্ধির দাবী জানান তারা।
সাধারণ জনগণকে আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করে গাজী রবিউল ইসলাম বলেন, মাদক নির্মূলের জন্য ইউনিয়ন ভিত্তিক আলাদা একটি কমিটি করা হবে। জনগণের সহযোগিতায় ভাঙ্গাকে সুন্দর ও শান্তিপূর্ণ একটি থানা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে পুলিশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান। সঞ্চালনায় ছিলেন উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম।