• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:৫৩ অপরাহ্ন

একুশে পদক ২০১৯ পাচ্ছেন ২১ বিশিষ্ট নাগরিক

Reporter Name / ৭৪৫ Time View
Update : বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯

ডেস্ক প্রতিবেদক ::

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জন বিশিষ্ট ব্যক্তি চলতি বছর (২০১৯) একুশে পদক পাচ্ছেন। আজ বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পদকপ্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করেছে।

ভাষা আন্দোলন : ভাষা আন্দোলনে অবদানের জন্য একুশে পদক পাচ্ছেন অধ্যাপক হালিমা খাতুন, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ারা ইসলাম।

শিল্পকলা-সংগীত : সুবীর নন্দী, মরহুম আজম খান ও খায়রুল আনাম শাকিল সংগীতে একুশে পদক পাচ্ছেন।

শিল্পকলা-অভিনয় : লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা ও লিয়াকত আলী লাকী অভিনয় ক্ষেত্রে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।

শিল্পকলা-আলোকচিত্র : সাইদা খানম আলোকচিত্র ক্যাটাগরিতে একুশে পদক পাচ্ছেন।

শিল্পকলা-চারুকলা : চারুকলায় একুশে পদক পাচ্ছেন জামাল উদ্দিন আহমদে।

মুক্তিযুদ্ধ : ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে একুশে পদক পাবেন।

গবেষণা : ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হক গবেষণায় একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।

শিক্ষা : ডক্টর প্রণব কুমার বড়ুয়া শিক্ষায় একুশে পদক পাচ্ছেন।

ভাষা ও সাহিত্য : রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস ভাষা ও সাহিত্যে একুশে পদক পাচ্ছেন।

আগামী ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে একুশে পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ