আন্তর্জাতিক ডেস্ক ::
ভারতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ২২৬ জন মারা গেছেন। এছাড়া দেশটির ছয় হাজার মানুষ ইতোমধ্যে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন।
সোমবার(৪ ফেব্রুয়ারি, ২০১৯) প্রকাশিত একটি প্রতিবেদনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ‘এনডিটিভি’। মন্ত্রণালয়টির তথ্য মতে, ছয় হাজার জনের মধ্যে দুই হাজার ৩০ জন গত সাত দিনে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন।
মন্ত্রণালয়টি জানায়, সোয়াইন ফ্লুতে আক্রান্ত মোট মানুষের ৩৪ শতাংশই রাজস্থানের বাসিন্দা। এই তালিকায় শীর্ষে অবস্থান করছে প্রদেশটি। সোমবার পর্যন্ত রাজস্থানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত দুই হাজার ২৬৩ জনের মধ্যে ৮৫ জন মারা গেছেন।
আরও জানায়, গত ২৮ জানুয়ারি পর্যন্ত সোয়াইন ফ্লুতে আক্রান্ত মানুষের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা দিল্লি ইতোমধ্যে গুজরাটকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। দিল্লিতে এই রোগে আক্রান্ত এক হাজার ১১ জনের মধ্যে ১৪ জন মারা গেছেন। উল্লেখ্য, গত সাত দিনে এখানকার ৪৭৯ জন এতে আক্রান্ত হন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গুজরাটে সোয়াইন ফ্লুতে আক্রান্ত ৮৯৮ জনের মধ্যে ৪৩ জন মারা গেছেন। হরিয়ানায় ৪৯০ জন সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর মধ্যে দুজন মারা গেছেন। পাঞ্জাবে এই ভাইরাসে আক্রান্ত হওয়া ২৫০ জনের মধ্যে ৩০ জন এবং মহারাষ্ট্রের ১৩৮ জন আক্রান্তের ১২ জন মারা গেছেন।