ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুরের ভাঙ্গায় অনিক মন্ডল নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ শনিবার দুপুরে তার লাশ বাড়িতে আনার পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সে উপজেলার চান্দ্রা ইউনিয়নের নয়াকান্দা গ্রামের প্রবাসী অমূল্য মণ্ডলের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময় কাউলিবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে অসাদুপায় অবলম্বনের কারনে তাকে ওই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। পরে অপমান সইতে না পেরে বিষাক্ত ঔষধ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন প্রথমে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।