সংবাদদাতা ::
খুলনার রূপসা সেতু বাইপাস সড়কে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে চারজন প্রাইভেটকারের যাত্রী। নিতহদের মধ্যে মাহমুদ হোসেন বাবু নামের একজনের পরিচয় জানা গেছে। তার বাড়ি গোপালগঞ্জ। রোববার রাত সাড়ে ১০টার দিকে সড়কের হরিণটানা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারের জানালা ভেঙে লাশ উদ্ধার করে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, একটি প্রাইভেটকার রূপসা সেতু এলাকা থেকে আসছিল, মহানগরের জিরো পয়েন্ট এলাকা থেকে যাচ্ছিল একটি ট্রাক। দু’টি গাড়ি যখন হরিণটানা থানা অতিক্রম করছিল। এমতাবস্থায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ট্রাকের সামনে এসে পড়লে তাকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হলে এক পথচারীসহ প্রাইভেটকারের চার যাত্রী নিহত হন।