• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন

সালথায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

Reporter Name / ৮২৭ Time View
Update : রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

সংবাদদাতা ::

ফরিদপুরের সালথায় দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে রাসেল শেখ (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এতে কমপক্ষে আরও ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামের ইউপি সদস্য মঞ্জু মাতুব্বরের সাথে একই এলাকার সাবেক সদস্য লুত্ফর মোল্যার বিরোধ চলে আসছে। এরই জের ধরে রবিবার সকালে মঞ্জু মাতুব্বরের সমর্থক রাসেলসহ কয়েকজন স্থানীয় বাজারে চায়ের দোকানে বসে গল্প করছিলো। এ সময় লুত্ফর মোল্যার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে মঞ্জু মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে সালথা থানা পুলিশ উপস্থিত হয়ে ১১ রাউন্ড শর্টগানের গুলি ও ২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে বড় বাহিরদিয়া গ্রামের খালেক শেখের পুত্র রাসেল শেখ প্রতিপক্ষের অস্ত্রের কোপে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

তার মৃত্যুর খবর সাংবাদিকদের নিশ্চিত করেন বড় ভাই জামাল শেখ।

সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থান থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ