• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন

কুকুর বেঁধে রাখলে ৬ মাসের জেল, বাংলাদেশে নতুন আইন

Reporter Name / ১১৬৪ Time View
Update : সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

ডেস্ক প্রতিবেদক ::

কুকুরকে একটানা ২৪ ঘণ্টা বেঁধে রাখলে ছয় মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে ‘প্রাণিকল্যাণ আইন, ২০১৮’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

১১ ফেব্রুয়ারি, সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১৯২০ সালের পশুর প্রতি নিষ্ঠুরতা নিরোধ আইন টি এতোদিন চলে আসছিল। সেই আইনের ভিত্তিতে নতুন আইনটি করা হয়েছে।

নতুন আইনের ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেউ এই আইন অমান্য করলে বা অপরাধে সহায়তা করলে ছয় মাসের কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ