• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে ২-৭ বছরের জেল সৌদিতে দুর্ঘটনায় ১২ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক মামলার থাকায় প্রথম আলোর সাংবাদিক গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী নূরে আলম সিদ্দিকী আর নেই উপজেলা চেয়ারম্যানদের ওপর একচ্ছত্র কর্তৃত্ব থাকলো না ইউএনওদের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পদ্মা রেল লিংকের শ্রমিক নিহত ভাঙ্গায় নারীর ক্ষমতায়নে উই প্রকল্পের র‍্যালী ও আলোচনা সভা ভাঙ্গায় মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে র‍্যালী ও আলোচনা সভা ভাঙ্গায় মাঝারদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ভাঙ্গায় চতুর্থ পর্যায়ে ঘর পেল ২৬৪টি ভূমিহীন পরিবার

ভাঙ্গায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১০০৯ Time View
Update : সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

ভাঙ্গা সংবাদদাতা ::

ভাঙ্গায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মূকতা দিরুল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন আফছানা কাওসার ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী।

বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার মাতুব্বর, সরকারি কেএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী, ভাঙ্গা থানার ওসি (তদন্ত) নিখিল চন্দ্র অধিকারী, ঘারুয়া ইউপি চেয়ারম্যান শফি মোল্লা, নাসিরাবাদ ইউপি চেয়ারম্যান, আল্গী ইউপি চেয়ারম্যান কাওসার ভূঁইয়া, ভাঙ্গার কণ্ঠ পত্রিকার সম্পাদক মজিবুর মুন্সী ও ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ প্রমূখ।

সভার শুরুতে জাতীয় সংসদ নির্বাচন একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি চলমান এসএসসি পরীক্ষা নকলমুক্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার। সভায় উপস্থিত বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ এজন্য উপজেলা নির্বাহী অফিসারকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উন্মুক্ত আলোচনায় ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) আফছানা কাওসার এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভাঙ্গায় কুমার নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের এবং ঘারুয়া ইউনিনের একটি বাজারের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বেশ কয়েকটি সাহসী অভিযান পরিচালনার জন্য সাংবাদিকদের পক্ষ থেকে অভিবাদন জানানো হয়।

এছাড়া বক্তারা ভাঙ্গার চলমান আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নীত হওয়ায় উপজেলা প্রশাসন ও পুলিশকে ধন্যবাদজ্ঞাপন করার পাশাপাশি মাদকদ্রব্য, কোচিং বানিজ্য বন্ধে, বাল্য বিবাহ, ইভটিজিং,সরকারী জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা, ভাঙ্গা তিনটি পাড়ের যানজট নিরসনের পরিকল্পনাসহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকল স্তরের জনগণের সহযোগীতা কামনা করেন।

ভাঙ্গা থানার ওসি (তদন্ত) নিখিল অধিকারী রাস্তায় মোটর সাইকেল চলাচলের সময় সকলকে তিনি হ্যালমেট ব্যবহার করার জোর অনুরোধ জানিয়ে বলেন, হ্যালমেট একটি বিশেষ নিরাপত্তা। তিনি তার পরিবারের একটি দুর্ঘটনার কথা উল্লেখ করে হ্যালমেট ব্যবহার করার দাবী জানান। তিনি ভাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষার কাজে পুলিশের পাশাপাশি জনগণের সম্পৃক্ততার কথা বিশেষভাবে উল্লেখ করেন। গত জানুয়ারি মাসে ভাঙ্গায় ৬৬টি মামলা হয়েছে বলে উল্লেখ করে ৯৯৯ এবং ৩৩৩ জরুরি নাম্বারে যে কোন ঘটনার জন্য কল করতে উপস্থিত সকলকে আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ