ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় বিদেশী মদ বহনকারী ঢাকা ম্যাট্য-গ ১২- ৪১৯৮ প্রাইভেটকার জব্দ ও গাড়ি চালক রাসেলকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার সময় এসআই শফিকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ভাঙ্গা-খুলনা-মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে থেকে তাকে আটক করেছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা বিশ্বরোড এলাকা থেকে প্রাইভেটকারকে পুলিশ সিগন্যাল দিলে পুলিশের সিগন্যাল ভেঙ্গে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। করে পুলিশ ধাওয়া করে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ব্যরিকেড দিয়ে প্রাইভেটকারসহ তার চালককে আটক করে। পরে প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ৪৭৬ ক্যান বিয়ার, গ্রান্টস, লিথনিয়ান ও ভোঁটকাসহ মোট ৫২০ বোতল বিদেশী মদ উদ্ধার করে।