ভাঙ্গা সংবাদদাতা :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের পুখুরিয়া নতুন বাজারের বিসমিল্লা বেকারীতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। বিএসটিআই এর অনুমোদনছাড়া খাদ্যদ্রব্য বাজারজাত, ময়লা, দূগন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর মালামাল রাখার অভিযোগে বিসমিল্লা বেকারী মালিকের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আফছানা কাওছার ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি)। আজ মঙ্গলবার বিকেলে সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, অভিযুক্ত বেকারীর খাদ্যদ্রব্য উৎপাদনে নির্ধারিত তারিখ বা মাননির্ণয়ে কোন স্বচ্ছতা পাওয়া যায়নি । এমনকি নোংরা ও ময়লাসহ অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পরিচালনা বাংলাদশ ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০৯ সালের ধারা পরিপন্থী বলে বেকারী মালিকের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলে বেকারী মালিক ৩০ হাজার টাকা নগদ অর্থ জমা দেয়।