ভাঙ্গা সংবাদদাতা ::
বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে “পরিছন্ন রাখতে সমাজটাকে জাগিয়ে তুলি ইচ্ছেটাকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী পরিচ্ছন্ন অভিযানের মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে ফরিদপুরের ভাঙ্গায় “সপ্ন যাত্রা”নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
সকালে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চত্বর থেকে পরিচ্ছন্ন অভিযান শুরু করার পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এলাকায় চালিয়েছে তাদের পরিচ্ছন্ন অভিযান।
এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ মাহাবুবুর রহমান, মামুনুর রশিদ, সেবা ক্লিনিক পরিচালক মাহামুদুর রহমান তুরান,”সপ্ন যাত্রা”সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আহাদ শিকারী, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান, ব্লাড ডোনার বিষয়ক সম্পাদক কুলসুম আক্তার মিতু, নিশি আক্তার, এমিলি, সোহাগ, ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মামুনুর রশিদ, ভাঙ্গা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি সরোয়ার হোসেনসহ অন্যান্যেরা।