প্রতিবেদক ::
রাজধানীর শেরে-বাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিটে ২ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আইসিইউসহ সব ওয়ার্ডের রোগীদের নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে নতুন ভবনের তৃতীয় তলার স্টোররুম থেকে হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে।
হাসপাতালে আগুন লাগার বিষয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান বলেন, মাগরিবের সময় তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আমরা যারা হাসপাতালে ছিলাম তারা সবাই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং রোগীদের বের করে নেই। তখন ১১-১২ শ রোগীকে আমরা বের করে আনি। তবে কোনো হতাহত নেই। আগুন নিয়ন্ত্রণে আছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ স্বপন বলেন, ১৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।