• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে ২-৭ বছরের জেল সৌদিতে দুর্ঘটনায় ১২ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক মামলার থাকায় প্রথম আলোর সাংবাদিক গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী নূরে আলম সিদ্দিকী আর নেই উপজেলা চেয়ারম্যানদের ওপর একচ্ছত্র কর্তৃত্ব থাকলো না ইউএনওদের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পদ্মা রেল লিংকের শ্রমিক নিহত ভাঙ্গায় নারীর ক্ষমতায়নে উই প্রকল্পের র‍্যালী ও আলোচনা সভা ভাঙ্গায় মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে র‍্যালী ও আলোচনা সভা ভাঙ্গায় মাঝারদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ভাঙ্গায় চতুর্থ পর্যায়ে ঘর পেল ২৬৪টি ভূমিহীন পরিবার

ভাঙ্গায় কে হচ্ছেন নিক্সন এমপির মনোনীত প্রার্থি ?

Reporter Name / ৮৩৯ Time View
Update : শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

ভাঙ্গা সংবাদদাতা ::

আজ শনিবার। আজ ভাঙ্গা উপজেলার সাধারণ ভোটারগণ জানতে পারছেন কে হচ্ছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থি।এনিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন ভাঙ্গার জনগণ!

এই উপলক্ষে আজ সন্ধ্যায় ১২টি ইউনিয়ন ও পৌরসভার সম্মানিত নাগরিকদের সাথে তার বাড়িতে একটি মতবিনিময় সভার মধ্যে দিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিজের মনোনীত প্রার্থির নাম ঘোষণা করবেন বলে একাধীক সূত্র থেকে এই তথ্য নশ্চিত করা হয়েছে।

নেতাকর্মীদের মধ্যে রয়েছে হাসি, আনন্দ। তাদের নেতার আশীর্বাদ পাচ্ছেন কে? চূড়ান্ত সিদ্ধান্তর পর নেতার নির্দেশ থাকবে যেই দিকে সেভাবেই মাঠে নেমে কাজ করবেন তারা ।

উল্লেখ্য ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থি হয়েছেন ঘারুয়া ইউনিয়নেরব সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোসেন।

সেই ধারাবাহিকতায় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির শিবিরে বেশ কয়েকজন নেতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থি হওয়ার সুবাধে অভ্যন্তরীণ নানবিধ জটিলতার সূত্রতায় কিছুটা বাড়তি সময় ক্ষেপন হচ্ছে বলে জানা গেছে।

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত যাদের নামের তালিকা উঠে এসেছে তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ঘারুয়া ইউনিয়নের সন্তান, ট্রাভেল ব্যবসায়ী হাবিবুর রহমান আল হাবিব, হামিরদী ইউনিয়নের সন্তান সমাজকর্মী এবং ট্রাভেল ব্যবসায়ী কাজী হাবিবুর রহমান ও পরিবহণ ব্যবসায়ী নেতা পলাশ এর নাম।

ভাঙ্গার সাধারণ জনগণের ভাষ্যমতে, সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিবারের সন্তান। একাধারে তিনি সুযোগ্য, জননন্দিত নেতার পাশাপাশি আধুনিক রাজনীতির ভাবধারা থেকে কিছুটা ভিন্নমাত্রার রাজনীতি করেন বলেই সাধারণ জনগণের মধ্যে নিজে রাজনীতির ভিত শক্ত অবস্থানে দাড় করিয়েছেন। তিনি এমন একজনকে নিজের প্রার্থি হিসাবে অবশ্যই মনোনীত করবেন যিনি আগামী দিনে ভাঙ্গার জনগণের প্রকৃত সেবক এবং সংস দসদ্যর অনুপস্থিতে উন্নয়নের রাজনিতিতে শতভাগ সক্রিয় থাকবেন।

অভিজ্ঞ মহলের মতে, রাজনীতির একটু ভুল সিদ্ধান্ত যেমন কর্মীদের দুর্ভোগ নিয়ে আসে এর বিপরীতে নেতার রাজনীতি নিয়েও সৃষ্ট হয় বানবৃদ্ধ প্রশ্ন। নানাবিধ সমস্যার সমাধানে নেতার শুধুমাত্র আন্তরিকতা যে কোন কর্মীর জন্য বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। কিন্ত শত কথার পরেও কর্মীদের মনে রাখা দরকার একজন প্রিয় নেতার সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ