সংবাদদাতা ::
আগামীকাল বুধবার বসতে যাচ্ছে পদ্মা সেতুর সপ্তম স্প্যান। ভাসমান ক্রেন তিয়ান-ই এ স্প্যান নিয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশ্যে সপ্তম স্প্যান রওনা হয়েছে বলে জানিয়েছেন সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের।
নির্বাহী প্রকৌশলী বলেন, বুধবার সকালের দিকে ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যান বহনকারী ভাসমান ক্রেনটি জাজিরা প্রান্তে পৌঁছতে পারে।
আবদুল কাদের আরো জানান, সবকিছু ঠিক থাকলে বুধবার বা বৃহস্পতিবার সেতুর ৩৫ ও ৩৬ নাম্বার পিলারের ওপর এ স্প্যান বসতে পারে। জাজিরা প্রান্তে এটি হবে সপ্তম স্প্যান। এটি স্থাপিত হলে সেতুর ১০৫০ মিটার দৃশ্যমান হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বসানো হয় পদ্মা সেতুর প্রথম স্প্যান। এর প্রায় ৪ মাস পর ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। এর দেড় মাস পর ১১ মার্চ জাজিরা প্রান্তে ধূসর রঙের তৃতীয় স্প্যান বসানো হয়। এর ২ মাস পর ১৩ মে বসে চতুর্থ স্প্যান। এরপর এক মাস ১৬ দিনের মাথায় পঞ্চম স্প্যানটি বসে ২৯ জুন। ষষ্ঠ স্প্যানটি বসে ২৩ জানুয়ারি। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান।