ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুরের ভাঙ্গায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। ২১শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের সংসদ সদস্যর পক্ষে প্রতিনিধিগণ, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠন, উপজেলা প্রশাসন ও ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক, রাজনৈতিক সংগঠনের সদস্যরা পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মূকতা দিরুল আহমেদ, আফছানা কাওসার সহকারী কমিশনার (ভূমি), থানা অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান, ওসি তদন্ত নিখিল অধিকারী, ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাপ্তাহিক ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, স্বাস্থ্যবিষয় সম্পাদক ফিরোজ খান, অর্থ সম্পাদক মাসুম অর রশিদ, আওয়ামীলীগ নেতা ওবায়দুল হক রতন, আবাসিক প্রকৌশলী ফরিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার অনাদি রঞ্জন মণ্ডল, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমারসহ অন্যান্যরা।
সকালে প্রভাতফেরী এবং ভাষা শহীদদের উপর একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সেমিনার হল রুমে। এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব হোসেন মতালেব, গোলাম মস্তফা, যুব উন্নয়ন অফিসার মোঃ মজ্জাফর হাসেন, অনিতা দত্ত, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক রুনু সাহা, মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী, শিক্ষার্থী নীলা প্রমুখ।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ভাঙ্গা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিক বিশ্বাস এবং সরকারি কেএম কলেজের শিক্ষার্থী শ্রাবনী ২১শের উপর নিজেদের স্বরচিত কবিতা আবৃত্তি করে।