• শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন

চকবাজার ট্রাজেডি: ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

Reporter Name / ১০১২ Time View
Update : রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

ডেস্ক প্রতিবেদক ::

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্রার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহত প্রত্যেক পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বোরবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন আইনজীবী অমিত দাস গুপ্ত ও ড. ইউনুছ আলী আকন্দ।

রিটে ঘটনা তদন্তের জন্য বিচারবিভাগীয় কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া কেমিক্যালের সব গোডাউন সরানো এবং বিল্ডিং ভেঙে দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

জানা যায়, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। এসব তথ্য নিশ্চিত করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

উল্লেখ্য- গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে পুরান ঢাকা চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনা ৬৭ জন নিহত হয়। আহত হন প্রায় অর্ধশতাধিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ