ভাঙ্গা সংবাদদাতা ::
অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অধীনে ২০৩০ সালের মধ্যে পাঁচ লক্ষ দুই হাজার দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর আওতাধীন ফরিদপুরের ভাঙ্গায় আজ সামাজিক প্রচারভিযান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ভাঙ্গা উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জেন্ডার এন্ড সোশ্যাল ডেভেলপমেনট এর স্পেশালিষ্ট বেগম শামসুন্নাহার, মনিটরিং এন্ড ইভলিয়েশন অফিসার কেএম মঞ্জুরুল হক।
কর্মশালায় সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও নারী সংগঠনের সদস্যরা অংশ নেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মূকতা দিরুল আহমেদ।