• শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন

শিশুর লাশ নিয়ে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ

Reporter Name / ৭৯৩ Time View
Update : বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

সংবাদদাতা ::

নিহত শিশুর লাশ নিয়ে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন উত্তেজিত জনতা। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আজ বুধবার উত্তরার আজমপুর মুন্সিমার্কেটের মুক্তিযোদ্ধা রোডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটনায় জসীমউদ্দিন মোড় থেকে রাজলক্ষ্মী মোড় পর্যন্ত রাস্তায় বিক্ষোভ মিছিল করছে স্থানীয় লোকজন।

এ ব্যাপারে দক্ষিণখান থানার এসআই সুজন জানান, আজমপুরের বাসিন্দা আবদুর রশিদের সাত বছরের ছেলে রিফাতকে খুঁজে পাচ্ছিল না তারা। পরে তাদের প্রতিবেশী অজিত কুমার বসাকের বাড়ির ভেতরে একটি নর্দমায় রিফাতের লাশ পাওয়া যায়। এর পর রিফাতের বাবা দক্ষিণখান থানায় যান অজিত কুমারের বিরুদ্ধে মামলা করার জন্য। কিন্তু থানার ওসি তপন চন্দ্র উপযুক্ত প্রমাণ না থাকার কারণ দেখিয়ে তার মামলা নেননি।

এসআই বলেন, ওসির সঙ্গে অপরাধীর যোগসাজশ রয়েছে- এই সন্দেহে এলাকাবাসীকে নিয়ে রিফাতের বাবা উত্তরা মহাসড়ক অবরোধ করেন। পরে ওসি গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে তার মামলা গ্রহণ করেন। মামলা গ্রহণের পর অপরাধীর শাস্তির দাবিতে এলাকাবাসী মানবন্ধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ