ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যেগে আজ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয় এবং র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উচ্ছাসিত র্যালীতে অংশ গ্রহণ করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতা দিরুল আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম, কৃষি অফিসার মোল্লা আল মামুন, যুব উন্নয়ন অফিসার মোজাফফর হোসেন, পরিবার পরিকল্পনা অফিসার অনাদি রঞ্জন মণ্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সমর জিত রায়, ইন্সটেকটর অনিতা দত্ত, উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী ও এনায়েত হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, সুধী সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
র্যালী শেষে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ভিডিও দেখতে ক্লিক করুন (lead-news24.com Youtube চ্যানেল)