প্রতিবেদক ::
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যেভাবে জঙ্গি-সন্ত্রাস দমন করেছি তেমনি করে মাদককে নির্মূল করব। জঙ্গি ও সন্ত্রাস এবং মাদক দমনে গণমাধ্যম আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জোরাল ভূমিকা পালন করেছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দৈনিক “সময়ের আলো” পত্রিকার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যম দেশের কথা বলবে, সমৃদ্ধির কথা বলবে, বাঙালির ঐতিহ্যের কথা বলবে, দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবে। এ ক্ষেত্রে সময়ের আলো দৃষ্টান্ত স্থাপন করবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশেনর চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যম হিসেবে অনেক ঝুঁকি থাকবে, চ্যালেঞ্জ থাকবে। সেগুলো মোকাবেলা করে দেশ, জাতির কল্যাণে এগিয়ে যাবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের অম্লমধুর সম্পর্ক। কখনো ভালো কখনো খারাপ। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এর ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্ঠানে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। এর প্রমাণ নতুন দৈনিকের পদযাত্রা। সমাজে এখনো অনেক মানুষ উপেক্ষিত। হলুদ সাংবাদিকতার জন্য অনেকে এখনো কষ্ট পান। সেখানে সময়ের আলো সঠিক সাংবাদিকতার মাধ্যমে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে, মানুষের আস্থা তুলে ধরবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আমিন মোহাম্মদ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ ও আমিনুল হক নাবিল, সংসদ সদস্য সাগুপ্তা এমিলি।