• মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:৪৬ অপরাহ্ন

ফরিদপুরে বিএনপি নেত্রীর জামিন বাতিল, কারাগারে প্রেরন

Reporter Name / ১১২০ Time View
Update : সোমবার, ৪ মার্চ, ২০১৯

সংবাদদাতা ::

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা, বিএনপি নেত্রী চৌধুরী নায়াব ইউসুফকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার একটি হত্যা মামলার আসামী হিসাবে আদালতে জামিন নিতে গেলে আদালত তার জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ১১ ডিসেম্বর ফরিদপুরের নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী গ্রামে দুইপক্ষের কথা কাটাকাটির জেরে ইউসুফ বেপারী নামের এক যুবক মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই সোহরাব বেপারী বাদী হয়ে ৩৮ জনকে আসামী করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এ মামলায় আসামী নায়াব ইউসুফ গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নেন।

রবিবার দুপুরে স্থায়ী জামিন নিতে ফরিদপুরের জেলা ও দায়রা জজ মোঃ হেলালউদ্দিনের আদালতে হাজির হন। আদালত জামিন শুনানীর পর চৌধুরী নায়াব ইউসুফের জামিন আবেদন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। বিকেল পাঁটার দিকে নায়াব ইউসুফকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এসময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিতি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ