ফরিদপুর সংবাদদাতা ::
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আচরনবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ সমর্থিত তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা।
শনিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংসদ সদস্যের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন আওয়ামী লীগ সমর্থিত সদরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শায়েদীদ গামাল লিপু।
লিখিত বক্তৃতায় তিনি অভিযোগ করে বলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে অসৌজন্যমূলক বক্তব্য দেয়ার পাশাপাশি তার নিজের সমর্থিত প্রার্থীকে পরিচয় এবং ভোট দিতে ভোটারদের প্রলুব্দ করছেন যা নির্বাচনী আচরনবিধির সুষ্পষ্ট লঙ্ঘন। এ বিষয়টি নিয়ে নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মহলকে জানানো হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা অভিযোগ করে বলেন, সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের বিষয়টি ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিত ও মৌখিক ভাবে জানিয়েও কোন লাভ হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত চরভদ্রাসন, ভাঙ্গা ও সদরপুর উপজেলার আওয়ামী লীগের প্রার্থীরা আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শায়েদীদ গামাল লিপু, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাওসার আলী, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা ফকির আবদুস সাত্তার, এনামুল হক অপু, আনিসুর রহমান প্রমুখ।