ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কোর্টপাড় এলাকার মুক্তি ডায়াগনষ্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত ও র্যাব। এসময় প্রতিষ্ঠানের মালিক ফিরোজ খানকে ভুয়া চিকিৎসকের অভিযোগে ১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় মেয়াদউত্তীর্ন বেশকিছু ঔষধ ও অবৈধ ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ আফছানা কাউছার। এসময় উপস্থিত ছিলেন, র্যাব-৮ সিপিসি ফরিদপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ইফতে খার।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র্যাব সদস্যরা মুক্তি ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে ফিরোজ খানকে আটক করে। অভিযোগ, তিনি চিকিৎসক নয়! কিন্তু চিকিৎসক পরিচয় দিয়ে উক্ত ডায়াগনষ্টিক সেন্টারে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছিল।
অতঃপর ভ্রাম্যমাণ আদলতের জিজ্ঞাসাবাদে ফিরোজ খান নিজের অপরাধ স্বীকারক্তি দিলে ভ্রাম্যমান আদালতের বিচারক ভাঙ্গা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ আফছানা কাউছার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৩৯/৪৪/৫১ ধারায় ফিরোজ খানকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত মুক্তি ডায়াগনষ্টিক সেন্টার মালিকের কাছ থেকে জরিমানার টাকা আদায় করেন।