ভাঙ্গা সংবাদদাতা ::
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যেগে আজ দুপুরে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মূকতা দিরুল আহমেদ এর সভাপতিত্ব বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি)আফছানা কাওসার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জামসেদ আহমেদ,সাংবাদিক, শিক্ষকসহ অন্যান্যেরা।
এর আগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে একমিনিট নীরবতা পালন এবং ৭ মার্চ উপলক্ষে একটি ভিডিও প্রদর্শন করা হয়।