• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ন

শপথ নিলেন সুলতান মনসুর

Reporter Name / ৯২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯

ডেস্ক প্রতিবেদক ::

একাদশ জাতীয় সংসদের সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন গণফোরাম থেকে জাতীয় নির্বাচনে দাঁড়ানো সুলতান মোহাম্মদ মনসুর। দলীয় সিদ্ধান্ত অমান্য করেই তিনি শপথ নিলেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর সংসদ সচিবালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন তিনি।

তবে তাঁর সঙ্গে গণফোরামের কেন্দ্রীয় নেতা মোকাব্বির খানের শপথ নেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি নেননি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে নাম লিখিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে ভোট করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

তাঁর দল জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম একাদশ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেয়ার সিদ্ধান্তে অনড়। ধানের শীষ প্রতীকে নির্বাচিত অপর ৫ সদস্য শপথ না নিলেও একাদশ সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন সুলতান মনসুর ও মোকাব্বির। পরে অবশ্য শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান মোকাব্বির। দলীয় সিদ্ধান্তে শপথ গ্রহণ থেকে বিরত রয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ