• মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:৩৪ অপরাহ্ন

উপজেলা নির্বাচনে কোনো অরাজকতা মেনে নেয়া হবে না-আইজিপি

Reporter Name / ৮৪৬ Time View
Update : শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

সংবাদদাতা ::

আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী বলেছেন, উপজেলা নির্বাচনকে ঘিরে কোথাও কোনো ধরনের অরাজকতা মেনে নেয়া হবে না। এ ব্যাপারে সকল পুলিশ সুপারসহ কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, বিমানবন্দরে পিস্তল নিয়ে প্রবেশের ঘটনাগুলো পুলিশ তদন্ত করে দেখছে। এই ব্যাপারে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইজিপি আজ শুক্রবার বিকালে কুমিল্লা জেলা পুলিশ আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ এসব কথা বলেন।

এদিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান এবং কুমিল্লা পুলিশ লাইন্সে শহীদ মুক্তিযোদ্ধা কবির উদ্দিন ভবন উদ্বোধন এবং পুলিশের আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইজিপি ।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী মিসেস হাবিবা জাবেদ, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ