• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন

ভাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

Reporter Name / ৩৭৩৫ Time View
Update : শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

ভাঙ্গা সংবাদদাতা ::

সবাই মিলে ভাবো,নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো। এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মানব বন্ধন র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীতে বিভিন্ন নারী সমিতির সদস্য, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

এদিকে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা লায়লা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মুকতা দিরুল আহমেদ।

এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ছরোয়ার হোসেন, নির্বাচন অফিসার মনজুরুল আলম, আনসার ভিডিপি অফিসার সাইদুর রহমান, নারী নেত্রী ফরিদা আক্তার, প্রধান শিক্ষিকা রুনু সাহা, শিক্ষার্থী অভিকসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে নারীকে ইভটিজিং, অসম্মান, অবহেলা করবো না বলে একটি শপথ বাক্য পাঠ করান ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মুকতা দিরুল আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউআরসি অনিতা দত্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ