• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:৪৫ অপরাহ্ন

ভারতের যুদ্ধবিমান মিগ-২১ বিধ্বস্ত

Reporter Name / ৯৪১ Time View
Update : শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

ডেস্ক প্রতিবেদক ::

ভারতে আবারো একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার বিকেলে দেশটির রাজস্থান রাজ্যের বিকেনার জেলায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে বিমানটির পাইলট অক্ষত রয়েছেন।

দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এসব তথ্য জানা গেছে। তাৎক্ষণিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে পাখিকে দায়ী করা হয়েছে।

খবরে বলা হয়েছে, নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে আজ শুক্রবার উড্ডয়ন করে ভারতীয় বিমানবাহিনীর মিগ-২১ মডেলের বিমানটি। পরে তা বিধ্বস্ত হয়।

সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি’র খবরে বলা হয়েছে, পাখির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে দুর্ঘটনার সময় পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

শিগগির দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে বলে জানিয়েছে বিকেনার জেলার পুলিশ সুপার প্রদীপর মোহন শর্মা। এখন পর্যন্ত কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ