• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৪:২০ অপরাহ্ন

সদরঘাটে নৌকা ডুবে নিখোঁজ ৬

Reporter Name / ৮১৯ Time View
Update : শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

সংবাদদাতা ::

কামরাঙ্গীরচর থেকে নৌকায় করে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার সদরঘাট আসছিলেন শাহজালাল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি লঞ্চ ঘাট ছেড়ে যাওয়ার সময় ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে ডুবে যায়। এতে শাহজালালের পরিবারের পাঁচজনসহ মোট ছয়জন নিখোঁজ।

নৌ-পুলিশের সদরঘাট ফাঁড়ির ওসি আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, শাহজালাল নামে এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের নিয়ে কামরাঙ্গীরচর থেকে নৌকায় করে সদরঘাট আসছিলেন। ১৩ নম্বর পন্টুন বরাবর নদীতে নৌকাটি এলে সুরভী লঞ্চ যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।

নিখোঁজরা হলেন শাহজালালের স্ত্রী সাহিদা, দুই সন্তন মীম (৮) ও মাহি (৬), শাহজালালের ভাগ্নী মানজিদা ও মানজিদার শিশু সন্তান (নাম জানা যায়নি) এবং আরেকজন যাত্রী।

শাহজালালকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মিটফোর্ড এবং পরে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বাকি ছয়জনের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ