ভাঙ্গা সংবাদদাতা ::
বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিবাদ, পরিকল্পিত পরিবার, মা ও শিশুর নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যত্ন এবং স্বাস্থ্য সচেতনার লক্ষে ফরিদপুরের ভাঙ্গায় আজ শনিবার সকালে উপজেলার পপকা হল রুমে উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মুকতা দিরুল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী সিদ্দিকী, রেহানা ফেরদৌসি প্রতিনিধি আইইএম।
এছাড়াও উপস্থিত ছিলেন, ডাঃ সাজ্জাদ হোসেন,ডাঃ ছানোয়ার হোসেন, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, রুনু সাহা, ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা, নারী নেত্রী ফরিদা আক্তার, সাংবাদিক, ম্যারিজ রেজিস্টার, ইমাম, স্থানীয় গন্যমান্য।
কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাঙ্গা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রন্জন মজুমদার ।
অনুষ্ঠান শেষে বাল্যবিয়ে এবং মাদকের বিরুদ্ধে “না” বলে উপস্থিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মুকতা দিরুল আহমেদ।