ডেস্ক প্রতিবেদক ::
ফরিদপুর-৪ আসন ভাঙ্গার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান বাবুল এমপির মৃতদেহ আজ ভাঙ্গায় আনা হচ্ছে। বাদ জোহর তার নামাজে জানাজা ভাঙ্গা উপজেলার জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার স্বজনেরা। মরহুমের নামাজে জানাজায় সকলকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সুত্র আরও জানিয়েছেন মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান বাবুল এমপিকে তার শেষ ইচ্ছে অনুযায়ী তার গ্রামের বাড়িতে পিতা মৃত আব্দুল হাকিম মিয়ার পাশে দাফন কাজ সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত শনিবার শারীরিকভাবে অসুস্থ্য হয়ে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজেউন)।
আক্তারুজ্জামান বাবুল ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের কৈখালী গ্রামের কৃতি সন্তান। তিনি জাতীয় পার্টির সময়ে ভাঙ্গার সংসদ সদস্য ছিলেন।